প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৭:৫৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৭:৫৬ অপরাহ্ণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী এইচ.এম আমির হোসেনের পক্ষে মাঠে নামলো আওয়ামী যুবলীগ। রবিবার বিকালে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর বি.এম শহিদুজ্জামান শহিদ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে ওই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি.এম শহিদুজ্জামান শহিদ বলেন, কেশবপুরের মানুষ বর্তমানে অবহেলিত ও বঞ্চিত। নির্বাচনে এখানকার কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেনকে মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। আমরা জনগণের বাইরে যেতে চাই না। কেশবপুরে বিভিন্ন সেক্টরে যে অনিয়ম সেই অনিয়মের অবসান ঘটাতে আমরা আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের পক্ষে অবস্থান নিয়েছি। আমরা আওয়ামী যুবলীগ কাঁচি প্রতীকের বিজয়ের লক্ষে আজ থেকে মানুষের দোয়ারে দোয়ারে যাবো। কোন হুমকি ধামকি রক্তচক্ষু কেশবপুরবাসী বরদাস্ত করবে না। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা কাজ করে যাবো। স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের জন্য যুবলীগ নেতা শহিদুজ্জামান শহিদ এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুলসহ উপজেলার ১১টি ইউনিয়নের আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের একাংশ। পরে তারা পৌর শহরে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ.এম আমির হোসেনের কাঁচি প্রতীকের লিফলেট বিতরণ করেন।
যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান এইচ.এম আমির হোসেন ছাড়াও আরও তিনজন নির্বাচনে অংশ নিয়েছেন। তারা হলেন, নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগী সদস্য আজিজুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত জি.এম হাসান।
ডিসেম্বর ২৪: ২০২৩ at :১৯:৪৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।