মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, ডেন্টালে ৮ মার্চ

আগের সংবাদ

গবেষণা প্রকল্পে সাড়ে ৪৪ লাখ টাকা অনুদান পাচ্ছেন যবিপ্রবির ২৮ শিক্ষক

পরের সংবাদ

নির্বাচনে গুজব ও কুতথ্য প্রতিরোধে যশোরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৪:৪৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৬:৪৯ অপরাহ্ণ

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অনলাইলে গুজব ও কুতথ্য প্রতিরোধ দক্ষতা বৃদ্ধি বিষয়ে যশোরে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যশোরের ২০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

রবিবার বিকালে যশোরের বাঁচতে শেখা কনফারেন্স রুমে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)র যশোর কেন্দ্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ানো গুজব ও কুতথ্যের প্রভাব এবং এর প্রতিকার নিয়ে প্রশিক্ষণে বিষদ আলোচনা করা হয়। এছাড়া ফ্যাক্ট চেকিং, সোসাল ম্যানেজমেন্ট, সাংবাদিকদের নিরাপত্তা ও করণীয় নিয়ে নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন বি.বি.সি. মিডিয়া এ্যকশনের সাবেক গণমাধ্যম প্রশিক্ষণ কর্মকর্তা আরাফাত সিদ্দিক, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আমীর মোহাম্মদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) রিসার্চ এ্যাসিসট্যান্ট শুভাশীষ দীপ, আই.ই.ডি সহকারী সমন্বয়কারী সিয়াম সারোয়ার জামিল।

এসময় উপস্থিত ছিলেন আই.ই.ডি. যশোর কেন্দ্রের ব্যাবস্তাপক বীথিকা সরকার, ডেভেলপমেন্ট অফিসার কিশোর কুমার কাজল, প্রোগ্রাম অর্গানাইজার রিপন কর্মকার।

ডিসেম্বর ২৪: ২০২৩ at :১৬:৪০(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়