ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ

আগের সংবাদ

শুদ্ধাচার পুরস্কার পেলেন যবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী

পরের সংবাদ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৩:২৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৩:২৪ অপরাহ্ণ

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থীর একটি প্রচারণা ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার রাতে উপজেলার হবিরবাড়ী মিন্না মার্কেট এলাকায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা।

পরে ভালুকা মডেল থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। সমর্থকরা জানায়, স্বতন্ত্র প্রার্থী এম.এ ওয়াহেদের ট্রাক মার্কার প্রচারণা কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পে তালা দিয়ে বাসায় চলে যান নেতাকর্মীরা। পরে রাত তিনটার দিকে জানতে পারেন তাদের ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। এতে ক্যাম্পের সকল মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তারা।
ভালুকা মডেল থানার এস.আই নজরুল ইসলাম জানান, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া নেয়া হবে।

ডিসেম্বর ২৪: ২০২৩ at :১৫:১৯(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়