গেটম্যানের অবহেলার অভিযোগ
যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। রবিবার ভোরে চুড়ামনকাটি-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। অভিযোগ গেটম্যানের অবহেলার কারণে সিগন্যাল অনুযায়ী গেট বন্ধ না করায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এর আগেও ওই গেটম্যানের অবহেলায় বড় ধরণের দূর্ঘটনা কোন রকম রক্ষা পেয়েছে।
অভিযোগ রয়েছে, এই গেট দায়িত্ব পালনকারী গেটম্যান মাদারীপুরের সজল। সে গেট ফেলে রেখে পার্শ্ববতী দাসপাড়ায় ঘুমিয়ে থাকে। এছাড়াও, তার নামে নানা অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।
নিহতরা হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের পারভেজ ও মহেশেপুর উপজেলার আজমপুর গ্রামের নাজমুল।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ভুষিমাল বোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার ও হেলপার নিহত হন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।
স্থানীয়দের তথ্যের বরাত দিয়ে সাংবাদিক আলমগীর কবীর জানান, সিগন্যাল মেনে গেট বন্ধ না করাসহ উক্ত রেল ক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যানের অবহেলার কারণেই এ দূর্ঘটনা ঘটেছে। এর আগেও অনেক বার তার অবহেলায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে গেছে, যা অল্পের জন্য রক্ষা পেয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।