যবিপ্রবির জিনোম সেন্টারকে আইএসও সনদ হস্তান্তর

আগের সংবাদ

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে, চালক ও হেলপার নিহত

পরের সংবাদ

কালেক্টরেট পার্কে কিশোরকে ছুরিকাঘাত, হামলাকারী আটক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১১:৩৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১১:৩৭ অপরাহ্ণ

যশোর কালেক্টরেট পার্কে শাহরিয়ার হোসেন নামে এক কিশোরকে ছুরিকাঘাত, টাকা এবং মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে অহিদুজ্জামান রাব্বি নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার বিকালে এই ঘটনার পর রাব্বিসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দেয়া হয়েছে। শনিবার রাব্বিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অহিদুজ্জামান রাব্বি সদর উপজেলার রামনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। এই মামলার পলাতক দুই আসামি হলো, রামনগর গ্রামের সাহারুল ইসলামের ছেলে আলভি হোসেন ও একই এলাকার আরাফাত হোসেন।

বাদী ফরিদ হোমেন মামলায় জানিয়েছেন, তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে। তিনি আর্স বাংলাদেশ নামে একটি এনজিওতে যশোরে চাকরি করেন। চাকরির সুবাদে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। ২২ ডিসেম্বর সকালে তার শ্যালক শাহরিয়ার হোসেন বাদীর বাসায় বেড়াতে আসেন।

একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে কালেক্টরেট পার্কে ঘুরতে আসেন শাহরিয়ার হোসেন। এসময় দুর্বৃত্তরা শাহরিয়ারের পিছন থেকে ছুরিকাঘাত করে। মাটিতে পড়ে গেলে তার পকেটে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। এসময় শাহরিয়ারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অহিদুজ্জামান রাব্বিকে আটক করে। পাশাপাশি তার সাথে থাকা অন্য দুইজন হত্যার হুমকি দিয়ে পালিয়ে চলে যায়। পরে থানা পুলিশকে অবহিত করা হলে অহিদুজ্জানকে হেফাজতে নিয়ে ওইদিন রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডিসেম্বর ২৩: ২০২৩ at :২৩:৩৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়