আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি। বিধায় মানুষ নৌকায় ভোট দিবে। আমার বিরুদ্ধে কেউ দুর্নীতি-অনিয়মের অভিযোগ দিতে পারবে না। কারও জমি দখল করিনি। কোনো দোকানপাট দখল করিনি। কারও ক্ষতি করেছি, কেউ বলতে পারবে না। যারা এগুলো করতে পারেনি, তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের কথায় কেউ কান দেবে না, মানুষ আবারও নৌকায় ভোট দিবে। কারণ সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের জোয়ার বয়ে এনেছি। তাই ভোটারেরা আমাকেই বেছে নেবে। নৌকার বিজয় হবে। কোন ষড়যন্ত্র সফল হবে না। আমি পুণরায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাকী উন্নয়ন কাজগুলো করে একটি মডেল উপজেলা গড়বো।
তিনি শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের এড়ান্দা বাজার, বাসুদেবপুর বাজার, স্বরণপুর মোড়, সরসকাটি বজলুর মিল মোড়, মুড়াগাছা বাজার, রোহিতা শেখ পাড়াসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছে নৌকা মার্কার ভোট প্রার্থণা করে গণসংযোগকালে এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।