চুড়ামনকাটিতে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের পথসভা অনুষ্ঠিত

আগের সংবাদ

মানুষ নৌকায় ভোট দিবে-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

পরের সংবাদ

ভোটের মাধ্যমে ষড়যন্ত্র নস্যাতের আহ্বান এনামুল হক বাবুলের

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১০:৫৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১০:৫৫ অপরাহ্ণ

যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হক বাবুল বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শন্তিপূর্ণ করতে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কেন্দ্র এসে ভোট দেয়ার মাধ্যমে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিউিটের অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম।

আরও বক্তৃতা করেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান এ কামাল হাচান এবং ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন। সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, বিকাশ রায় কপিল, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন।

ডিসেম্বর ২৩: ২০২৩ at :২২:৫৪(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়