কোনো কেন্দ্রে বিন্দুমাত্র অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ

আগের সংবাদ

অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান রিজভীর

পরের সংবাদ

বাউফলে নৌকা সমর্থকদের কুপিয়ে ও গুলি করে জখম

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১:৩৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১:৩৮ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফলে নৌকা সমর্থকদের কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- রেজাউল খান, অলিউল (২৫) ও ফেরদৌস মুন্সি (২০)। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে রেজাউল খানের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার বগা ইউনিয়নের দক্ষিণ সাবুপুরা গ্রামে ওই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি শর্ট গানের গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বগা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও নৌকা মার্কার সমর্থক রেজাউল খান অন্যান্য সহযোগীদের নিয়ে শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে একই ইউনিয়নের যাদুরকাঠি হিন্দু পাড়া এলাকায় নৌকা মার্কার একটি উঠান বৈঠক শেষে অসুস্থ বয়স্ক নৌকা মার্কার এক কর্মী দিলীপ মাস্টারকে দেখতে যান।

এরপর রাত পৌনে দশটার দিকে রেজাউল খান সহযোগীদের নিয়ে তার বাড়ির উত্তর পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী রেজাউল খানসহ অন্যান্যদের গতিরোধ করে এলোপাতাড়িভাবে কোপাতে ও পিটাতে থাকে। এক পর্যায়ে আহতদের ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা শর্টগানের গুলি ছুঁড়ে। এসময় রেজাউল খান, অলিউল ও ফেরদৌস আহত হন।

আহতরা জানান, বাউফল উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের পুত্র বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানের নেতৃত্বে ২০ থেকে ২২ জনের একটি সন্ত্রাসী দল ওই হামলা করেছে।

এ বিষয়ে জানতে শনিবার সকালে বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদ হাসানের নম্বরে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

বগা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে একটি শর্টগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিসেম্বর ২৩: ২০২৩ at :১৩:৩৭(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়