দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, নৌকা মার্কা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক। মানুষ ৭ জানুয়ারির নির্বাচনে দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে।
বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা সমুন্নত রেখে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচনের জন্য ভোটারদের নিজের পছন্দ নৌকা মার্কায় প্রার্থীকে ভোট দেয়ারও আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘সকলের কাছে আমার দাবি আপনারা মূল্যবান ভোটটি নৌকা মার্কায় প্রদান করে আমাকে নির্বাচিত করবেন। আমি পুণরায় নির্বাচিত হলে বাকী উন্নয়নমূলক কাজগুলো করে যেন একটি সুন্দর উপজেলা গড়তে পারি।’
তিনি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নৌকা মার্কার পক্ষে মণিরামপুর পৌর এলাকার তাহেরপুর, বিজয়রামপুর, মোহনপুর ও কামালপুর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ কালে এসব কথা বলেন।
তার সফরসঙ্গী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র কাজী মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, পৌর আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিল কামরুজ্জামান কামরুল এবং আসাদুজ্জামান আসাদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।