৯ জানুয়ারি পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ

আগের সংবাদ

ঢাবিতে ভর্তি আবেদন শুরু আজ, যেভাবে করা যাবে

পরের সংবাদ

ফুল আর টাকার মালায় সিক্ত মাহিয়া মাহি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ , ৯:৪৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩ , ৯:৪৬ অপরাহ্ণ

ফুল, টাকা আর বিস্কুটের মালার ভালোবাসায় সিক্ত হচ্ছেন ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। রাজশাহীর তানোরে নির্বাচনী প্রচারণায় নেমে রাস্তায় রাস্তায় নারী ও শিশুদের দেয়া এমন ভিন্নধর্মী উপহার পেয়ে উজ্জীবিত মাহি।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, দ্বাদশ নির্বাচনে জয়ী না হলেও আমার আর কোন আপসোস নেই। আমি সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ। তবে আমার জন্য বড় চ্যালেঞ্জ এ আসনে বিজ্ঞ বিজ্ঞ প্রার্থী রয়েছেন। এখন দেখার বিষয় কার জনপ্রিয়তা কেমন। সেটি অবশ্য নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে।

এই আসনের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে উদ্দেশ্য করে মাহি বলেন, সিনেমার মতো এই আসনেও একজন চৌধুরী আছেন। যিনি অহংকারী। নিশ্চয়ই এবার তিনি পরাজিত হবেন।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে তানোর উপজেলার কলমা ইউনিয়নে নিজের ট্রাক প্রতীকের প্রচারণায় বের হন শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এ ইউনিয়নেই দাপিয়ে বেড়ান। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ৭ জানুয়ারি ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এদিন মাহিয়া মাহির নির্বাচনী প্রচারণায় অংশ নেন তার স্বামী রকিব সরকারসহ তার বাবা ও নিকট আত্মীয়রা।

ডিসেম্বর ২২: ২০২৩ at :২১:৪৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়