ঝিকরগাছায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগের সংবাদ

ভালুকায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময় 

পরের সংবাদ

মণিরামপুরে ঈগল প্রতীকের প্রার্থী এস এম ইয়াকুব আলীর গণসংযোগ

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ , ৮:৪৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩ , ৮:৪৫ অপরাহ্ণ

যশোর-০৫ (মণিরামপুর) আসনে ঈগল প্রতীকে গণসংযোগ করছেন স্বতন্ত্র এম.পি প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস.এম ইয়াকুব আলী।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর, মশ্বিমনগর ইউনিয়নের চাকলা, পারখাজুরা ও হাজরাকাটি এলাকায় ব্যবসায়ী এবং পথচারীদের মাঝে তিনি ঈগল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এসময় এক পথসভায় এস.এম ইয়াকুব আলী বলেন, মণিরামপুর উপজেলায় সর্বশ্রেণীর মানুষ আমার ঈগল প্রতীকের পক্ষে মাঠে নেমেছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের সমর্থকরা বিভিন্নস্থানে আমার সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশন ও প্রশাসনকে জানানো হয়েছে। মণিরামপুরের মানুষ অতিতের জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ৭ জানুয়ারি সুষ্ঠু ভোটের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হবো, ইনশাআল্লাহ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়লসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

ডিসেম্বর ২২: ২০২৩ at :২০:৩৯(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়