২৯ ডিসেম্বর ভোটের মাঠে নামছে সেনাবাহিনী

আগের সংবাদ

ঝিকরগাছায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পরের সংবাদ

বেনাপোলে র‍্যাবের অভিযানে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ , ৮:১৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩ , ৮:১৮ অপরাহ্ণ
যশোরের বেনাপোল পোর্টথানাধীন বারোপোতা গ্রামে র‍্যাবের অভিযানে ৩৬৫ বোতল ফেন্সিডিল সহ ৪ জন কে গ্রেফতার করেছে যশোর র‍্যাব-৬ এর সদস্যরা।
শুক্রবার সকালের  বারোপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে র‍্যাব।
আটককৃত আসামীরা হলো,  বারপোতা উত্তর পাড়ার  মৃত নুর মহাম্মাদের ছেলে আনিছুর (৪০), মৃত নজরুল ইসলাম এর ছেলে আব্দুল মালেক (৩২), মৃত চান্দালী মোড়ল এর ছেলে ইয়ার্লাম (৩৯) ও পুটখালী গ্রামের রুহুল আমীন সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩৭)।
র‍্যাব-৬ সিসি ৩ মেজর সাকিব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল এর বারপোতা এলাকার একটি পুকুরে  বিশেষ ভাবে ফেন্সিডিল লুকিয়ে রাখা হয়েছে । তারই ধারাবাহিকতায় আজ ভোর এ সেখানে অভিযান পরিচালনা করে একটি পুকুর থেকে ৩৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ ও  ৪ জন কে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে।
উদ্ধার কৃত ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং ৪ জন আসামীদের কে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিসেম্বর ২২: ২০২৩ at :১৮:৪৬(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়