ডিজিটার প্লাটফর্মে এসে ভোট চাইলেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল

আগের সংবাদ

২৯ ডিসেম্বর ভোটের মাঠে নামছে সেনাবাহিনী

পরের সংবাদ

যশোরে ১৩ জেলার নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সাথে সিইসির বৈঠক

নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠ প্রশাসনকে নির্দেশ

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩ , ৭:৩৩ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি হাবিবুল আওয়াল। শুক্রবার যশোরে খুলনা বিভাগের সকল ১০ জেলাসহ ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলার ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি হাবিবুল আওয়াল। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে মতবিনিময় সভা শেষ হয় দুপুর ১২ টা ৫০ মিনিটে। এরপর ১২ টা ৫৫ মিনিটে প্রেস ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রেস ব্র্রিফিংয়ে সিইসি বলেন, মতবিনিময় সভায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা কীভাবে কাজ করছেন। কাজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়ছেন কিনা। পড়লে সেগুলো কী ধরনের সমস্যা।

এসময় তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের ভেতরে আমরা থাকবো না, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা থাকবেন। ভোটকেন্দ্রের ভেতরে যেমন কোনরকম অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব, কোনোরকম পেশীশক্তির প্রয়োগ না হয়, সে ব্যাপারে তাদেরকে ব্যাপকভাবে প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। এসব কর্মকর্তাদের জবাবদিহিতার বিষয়টি যেন নিশ্চিত করা হয়, সে ব্যাপারে রিটার্নিং অফিসারদের কঠোর বার্তা দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রিটার্নিং অফিসারদেরই মূল দায়িত্বটা পালন করতে হবে। উনারাই নির্বাচন কমিশন, উনারাই প্রধান নির্বাচন কমিশনার। সমস্ত ক্ষমতা উনাদের ডেলিগেট করে দেওয়া হয়েছে। তাদের এ দায়িত্ব নিতে হবে, এ দায়িত্ব বহণ করতে হবে এবং সুচারু ও সুষ্ঠুভাবে এ দায়িত্ব পরিসমাপ্ত করতে হবে- এ বার্তাও তাদের দেওয়া হয়েছে’।
খুলনা বিভাগের বিভিন্ন স্থানে হামলার ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এসব ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। যদি দায় নিরূপণ করতে পারি তাহলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে’। তিনি বলেন, ‘দু’চারটা এরকম ঘটনা হয়তো ঘটবে, ব্যাপকভাবে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধিবিধান অনুসরণ করে কঠোরভাবে তা প্রতিহত করবেন।

এসময় সেখানে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারসহ ১৩ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের ব্রিফিং করেন সিইসি।

পরে বিকেলে একই স্থানে প্রধান নির্বাচন কমিশনার যশোর জেলার ৬টি আসনের ৩২ জন প্রার্থীর সাথে মতবিনিময় করেন।

এদিকে, সিইসির যশোরে আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল থেকে শহরের মোড়ে মোড়ে মোতায়েন করা হয় পুলিশ। মতবিনিময় সভাস্থল যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য উপস্থিত ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়