অবৈ'ধ চেকপোস্টের লাঠিয়াল বাহিনীর তাড়া খেয়ে বাইকের ধাক্কায় ভ্যানচালক নি'হত

আগের সংবাদ

নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠ প্রশাসনকে নির্দেশ

পরের সংবাদ

ডিজিটার প্লাটফর্মে এসে ভোট চাইলেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ , ১১:০৩ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩ , ১১:০৩ পূর্বাহ্ণ

ঝিনাইদহ-২ আসন (সদর-হরিণাকুন্ড) উপজেলা থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে ভোট করছেন রেডিয়্যান্ট গ্রুপের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল । এবার তিনি এ আসনের ভোটারদের কাছে তাদের মূল্যবান সমর্থন চেয়েছেন ডিজিটাল প্লাটফর্মে । তিনি তার নিজস্ব ফেসবুক পেজে ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ড বাসীর প্রতি একটি ভিডিও বার্তা প্রদান করেন ।

সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল সেখানে বলেন, আমার প্রিয় সদর ও হরিণাকুন্ডবাসী আপনাদের সালাম ও শুভেচ্ছা । আপনারা জানেন যে, আমি এবার সতন্ত্র প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসনে নির্বাচন করছি । অতি অল্প সময় আমরা পাচ্ছি নির্বাচনে প্রচরা প্রচারণায় । প্রবল ইচ্ছে থাকা সত্বেও হয়ত কয়েকজায়গায় অথবা বাড়ী বাড়ি যেয়ে দেখা করা ও ভোট প্রার্থনা করা হয়ত সম্ভব হবে না । আশা করি আমার এ অনিচ্ছাকৃত বিষয়টি আপনারা ক্ষমার চোখে দেখবেন ।

তিনি আরো বলেন, কোনভাবেই আমরা পিছিয়ে থাকতে চাই না । বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে তা সম্ভব হয়েছে । আমরা তার কর্মী । তাই এই ডিজিটাল প্লাটফর্মে এসেছি । এর মাধ্যমে আপনাদের কাছে এসে আমি বরতে চাই, আপনারা আমার পাশে বরবরাই ছিলেন । আশা করি আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আপনারা আমাকে সমর্থন দেবেন । ঝিনাইদহবাসীর উন্নয়ন ও খেদমতের জন্যই নির্বাচনে দাড়িয়েছি । ঝিনাইদহবাসীর ভাগ্যের পরিবর্তন করতে চাই । যদি সুযোগ পাই । আশা করি সেই সুযোগ আপনারা আমাকে দেবেন ।

২ মিনিট ১৩ সেকেন্ডের এ ভিডিও বার্তার শেষে নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডর মানুষের পাশে থাকতে চাই । সবাই ভালো থাকবেন । আমার জন্য দোয়া করবেন । ধন্যবাদ ।।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়