প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩ , ১১:২৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩ , ১১:২৭ অপরাহ্ণ
যশোর-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা বাস মালিক সমিতি কর্তৃক অবৈ’ধ চেকপোস্টের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর তাড়া খেয়ে ইজিবাইক-ব্যাটারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নি’হত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার দিকে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নি’হত ভ্যানচালক রউফ গাজী (৬০) সদরের তুজলপুর গ্রামের আনার আলীর বাড়ির ভাড়াটিয়া ও কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত নিয়ামত গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ারিয়ায় সাতক্ষীরা বাস মালিক সমিতির অবৈধ চেকপোস্টে দায়িত্বে থাকা কয়েকজন ভাড়াটিয়া লাাঠিয়াল বাহিনী বৃহস্পতিবার সকালে সড়কে চলাচলকারী একটি ইজিবাইক গতিরোধ করার চেষ্টা করে। তবে ইজিবাইকটি চাঁদা ও ভাঙচুরের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালানোর চেষ্টাকালে অপরদিক থেকে আসা একটি ব্যাটারীভ্যানে ধাক্কা লাগে। তাৎক্ষণিক ভ্যানচালক রউফ গাজী রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ বাংলাদেশে এনাকি এক নজিরবিহীন চেকপোস্ট। মহাসড়কের জায়গা দখল করে বছরের পর বছর অলৌকিকভাবে প্রশাসনকে বৃদ্ধাআঙুল দেখিয়ে সাতক্ষীরা বাস মালিক সমিতি কর্তৃক কলারোয়ার মুরালীকাটি, ঝাউডাঙ্গার ওয়ারিয়া ও ছয়ঘরিয়ায় অবৈধ চেকপোস্ট চালিয়ে আসছে। চেকপোস্টের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী গুলো যাত্রীবাহী ভ্যান, ইজিবাইক, মহেন্দ্র সড়কে আটকিয়ে জোরপূর্বক ২০-৫০ টাকা গাড়ী প্রতি চাঁদা আদায় করে। চাঁদা না দিলে গাড়ী ভাঙচুর, অসদাচরণ ও যাত্রীদের নামিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ থ্রি-হুইলার চালকদের।
এদিকে সাতক্ষীরা বাস মালিক সমিতির অভিযোগ, সড়কে অতিরিক্ত থ্রি-হুইলার গাড়ী বৃদ্ধি পাওয়ায় বাসে যাত্রী কম হচ্ছে। এতে প্রতিবছরে বৈধ কাগজ করে সড়ককে চলাচলে লোকসান হচ্ছে। তাই তারা সড়কে চেকপোস্ট বসিয়ে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ করছে। তবে যত্রতত্র চেকপোস্টের বৈধতা আছে কিনা জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারিনি। তবে নি’হতের পরিবার ও এলাকাবাসীর দাবি এই চেকপোস্টে থাকা ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীদের তাড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে এর দায়ভার সাতক্ষীরা বাস মালিক সমিতিকে নিতে হবে। পাশাপাশি অবৈধ চেকপোস্ট উচ্ছেদ ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিছে এলাকাবাসী।
ডিসেম্বর ২১: ২০২৩ at :২৩:১৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।