চৌগাছায় গণমাধ্যমকর্মীদের সাথে নির্বাহী কর্মকতার মতবিনিময়

আগের সংবাদ

ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষার বিষয়ে নির্বাচন কমিশন জিরো টলারেন্স

পরের সংবাদ

ঝিনাইদহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩ , ১০:৩১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩ , ১০:৪৪ অপরাহ্ণ

ঝিনাইদহে সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকদের সাথে নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ-২ আসনের পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা নামক গ্রামে এ ঘটনা ঘটে ।

আহতদের মধ্যে-ঘোড়মারা গ্রামের আকাশ (২০), শুকুর আলী (৬৫), মাসুম (৪৪), আকাশ শেখ (৩০), আবিজ লস্কর (৩৭), ও বাজিতপুর গ্রামের একরাম। নিজপুটিয়া গ্রামের রজব আলীকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকরা নির্বাচনি ক্যাম্পে বসে চা খাচ্ছিল । এসময় নৌকা প্রার্থীর সমর্থকরা সামনে দিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপই সংঘর্ষে লিপ্ত হয় ।

এ সময় দুই গ্রুপের কমপক্ষে ৭ জন আহত হয় । নির্বাচনি ক্যাম্পের চেয়ার-টেবিলসহ চায়ের কাপ, কেতলি বাংচুর করা হয় । পরে পুলিশ খবর শুনে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আহতদের সবাইকে সদর হাসপাাতলে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে ।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে । এখনও কোন মামলা হয়নি । তবে আটকের চেষ্টা চলছে ।

ঝিনাইদহ সদর হাসপাতালের এমার্জেন্সি ডাক্তার সোহা জানান, আহতদের বেশীরভাগই চাপাবাড়ী । একজনকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে । অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনায় আমরা তাকে রেফার্ড করেছি ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়