দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ষাণ্মাসিক সভা

আগের সংবাদ

ঝিনাইদহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

পরের সংবাদ

চৌগাছায় গণমাধ্যমকর্মীদের সাথে নির্বাহী কর্মকতার মতবিনিময়

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩ , ৯:৩২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩ , ৯:৩২ অপরাহ্ণ

প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অত্র উপজেলার বিভিন্ন বিষয়গুলো তুলে ধওে নির্বাহী কর্মকর্তার সাথে খোলামেলা আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় নবাগত নির্বাহী কর্মকর্তা সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসনের সাথে সাংবাদিকদের সম্পর্ক আছে। সমাজের নানা অসংগতি, সমস্যার তথ্য আমরা আপনাদের নিকট থেকে পেয়ে থাকি। তাই এই সম্পর্কে শুন্যতা তৈরি হলে জনগনের মধ্যে কখনো নেতিবাচক প্রভাব পড়ে। তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব। এ সময় মতবিনিময়ে সাংবাদিকদের আগমনের জন্য তিনি ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক বাবলুর রহমান, খালেদুর রহমান, এম শাহীন, খলিলুর রহমান জুয়েল, অমেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, আলমগীর কবীর, আব্দুস সাত্তার কিনে, কবিরুল ইসলাম, শওকত আলী, এ.বি সিদ্দিক মন্টু, রেজাউল করিম সাগর, সুজন দেওয়ান, ঈমাম হোসেন সাগর, নূরুল ইসলাম, সাব্বির হোসেন প্রমূখ।

ডিসেম্বর ২১: ২০২৩ at :২১:৩০(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়