বিশ্বকাপের আগে ও পরে – দুইবারই জাতীয় দলে সৌম্য সরকারের ডাক পাওয়া নিয়ে হয়েছে সমালোচনা। যৌক্তিক কারণও আছে বৈকি, কোথাও কোনো পারফরম না করেই যে বাংলাদেশ দলে সুযোগ পান তিনি। ফলে তৈরি হয় বিতর্কও। নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচে বল হাতে বেদম মার খাওয়ার পর ব্যাট হাতে শূন্য রানে সাজঘরে ফিরে সেই বিতর্ক আরও উসকে দেন সৌম্য নিজেই।
তবে আজ নেলসনে সৌম্য দেখালেন তার পুরনো ঝলক। আত্মবিশ্বাসী সৌম্য ব্যাট হাতে যে কত সুন্দর তার প্রমাণ দ্বিতীয় ওয়ানডেতে দিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সৌম্য পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক। প্রায় ৫ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়ার পর ইনিংসটাকে করেছেন আরও বড়। শেষ ওভারে আউট হওয়ার আগে খেলেন ১৬৯ রানের ইনিংস।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এখন দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক সৌম্য। এমন অবিস্মরণীয় ইনিংসের পরও অবশ্য আক্ষেপ রয়ে গেছে তার। কেননা তার অবিশ্বাস্য ইনিংসের পরও যে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে ৭ উইকেটে। যার ফলে এক ম্যাচ বাকি থাকতে হেরে গেল সিরিজও।
ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে তাই সবার আগে জয় না পাওয়ার আক্ষেপের কথা বলেছেন সৌম্য, ‘শতক পাওয়ায় খুশি। কিন্তু দুঃখের বিষয় যে ম্যাচটা হেরে গেছি। জয় পেলে শতকটি আরও বিশেষ হতো।
সেক্সটন ওভালে আজ আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারের মধ্যেই এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সৌম্য জুটি গড়েন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের পর তানজিম হাসানকে নিয়েও। তবে কোনো জুটিই খুব বেশি বড় হয়নি। সৌম্যর কণ্ঠেও ছিল জুটি বড় না হওয়ার আক্ষেপ, ‘যদি পাওয়ারপ্লেতে ৩ উইকেট না হারাতাম, তাহলে হয়তো এটা পার্থক্য গড়ে দিত। মাঝে দুটি জুটি গড়তে পেরেছিলাম, তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। সেটা না হলে আমরা ভালো সংগ্রহ পেতাম।
সৌম্য আগের ম্যাচেও আউট হয়েছিলেন কোনো রান না করেই। কেন আবার জাতীয় দলে তাকে ফেরানো হলো, এমন প্রশ্নও উঠেছিল জোরেশোরে। সেখান থেকে এমন ঘুরে দাঁড়ানো ইনিংস খেলা নিয়ে এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘নেটে আমরা কঠোর অনুশীলন করি। অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। খুব বেশি কিছু ভাবিনি, শুধু বল দেখে নিজের খেলাটা খেলতে চেয়েছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।