শেখ হাসিনাকে বরণের অপেক্ষায় সিলেট

আগের সংবাদ

স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দিলেন মেয়র ও ভাইস চেয়ারম্যান, জরিমানার সুপারিশ

পরের সংবাদ

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় মামলা

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩ , ১:০৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩ , ১:০৯ অপরাহ্ণ

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে চারজনকে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে ট্রেনের প্রহরী খালেদ মোশাররফ বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

তিনি আরো বলেন, মামলায় ট্রেনে নাশকতা চালিয়ে যাত্রী হত্যার অভিযোগ আনা হয়েছে। রেলওয়ে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উইং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

রেলওয়ে পুলিশ জানায়, এই ঘটনায় রেলওয়ে পুলিশ, র‍্যাব, থানা-পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ (সিটিটিসি) বিভিন্ন ইউনিট ঘটনা তদন্তে মাঠে কাজ শুরু করেছে।

এর আগে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় রেলের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হন।

ডিসেম্বর ২০:২০২৩ : at, ১৩:০৮(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়