প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ , ১১:২৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩ , ১১:২৮ অপরাহ্ণ
বেনাপোল-যশোর মহাসড়কের শার্শার নাভারণে ট্রাকের নিচে চাপাপড়ে আশরাফুল আলম (৪০) নামের একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ পুরাতন বাজার আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আশরাফুল আলম শার্শা উপজেলার বসতপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। এবং পেশায় শার্শা সাব-রেজি. অফিসের দলিল লেখক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল আলম মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাভারণ পুরাতন বাজার আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আশরাফুল মটরসাইকেলসহ ট্রাকের নিচে চলে গিয়ে মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যাওয়া হয়। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
ডিসেম্বর ১৯:২০২৩ : at, ২৩:২৭(GMT+06)আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।