নড়াইলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২১৫তম শাখা উদ্বোধন

আগের সংবাদ

কবর জিয়ারত ও ঈগল প্রতীকের প্রচারণা করলেন ইয়াকুব আলী

পরের সংবাদ

ঝিকরগাছায় চলছে নিউ কারিকুলামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ , ৯:০২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩ , ৯:০২ অপরাহ্ণ

ঝিকরগাছায় চলছে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণ কার্যক্রম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলে সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের উপর উপজেলার সকল হাই স্কুল ও মাদ্রাসার ১হাজর ৪৮জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) ড. মোনালিসা খান, যশোরের জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর হুসাইন মিঞা, ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলে প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল হুসাইনসহ আরো অনেকে।

ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলে প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, সরকারের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত শিক্ষার নতুন কারিকুলামের উপর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের উপজেলার শিক্ষকদের মেধা বিকাশিত হবে এবং এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে প্রতিটা শিক্ষক তাদের স্কুলের অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে শিক্ষার মান বিকাশিত করবে।

ডিসেম্বর ১৯: ২০২৩ at :২০:৫২(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়