দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়রকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে মণিরামপুর পূবালী ব্যাংক সংলগ্ন মণিরামপুর-চুকনগর সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানাযায়, মঙ্গলবার যশোর-৫ মণিরামপুর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী স্বপন ভট্টাচার্যের (প্রতিমন্ত্রী) সমর্থকেরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব অধক্ষ্য কাজী মাহমুদুল হাসানের নেতৃত্বে মণিরামপুর-চুকনগর সড়কে যানজট এবং মোটরসাইকেলে নির্বাচনী শোডাউন করায়। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ) অনুযায়ী।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধক্ষ্য কাজী মাহমুদুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধক্ষ্য কাজী মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, যশোর-৫ মণিরামপুর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (প্রতিমন্ত্রী) স্বপন ভট্টাচার্যর নির্বাচনী আওয়ামী বিজয় মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও
পৌর মেয়র আলহাজ্ব অধক্ষ্য কাজী মাহমুদুল হাসানের নেতৃত্বে। মণিরামপুর-চুকনগর সড়কে যানজট এবং মোটরসাইকেলে নির্বাচনী শোডাউন করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়। আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেয়া হবে না নির্বাচন পরিচালনা ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ ধরনের অভিযান ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।