মনিরামপুরে বধ্যভূমি দখল নিয়ে কার্যালয় গড়ার অভিযোগ

আগের সংবাদ

মনিরামপুরের পৌর মেয়রকে ২০ হাজার টাকা জরিমানা

পরের সংবাদ

বাঘারপাড়ায় ইজারা নবায়ন ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ , ৭:১৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩ , ৭:১৩ অপরাহ্ণ

মঙ্গলবার সকালে দোহাকুলা ভূমি অফিসের উদ্যোগে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা হাট-বাজারের চান্দিনা ভিটির ইজারা নবায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ হাটের ২৭টি দোকান একসনা (এক বছর) বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন সরকারকে কোনো রাজস্ব পরিশোধ করেনি। এ অবৈধ ভোগ-দখল নিরোসনে উদ্যোগ নেন সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি।

ক্যাম্প সূত্রে জানা গেছে, দোহাকুলা হাট-বাজারের ৩৪জন ব্যবসায়ী সরকারের কাছ থেকে একবছরের জন্য বন্দোবস্ত নেন। এরমধ্যে ৭টি প্রতিষ্ঠান পৌরসভায় ও অন্যান্যতে অন্তর্ভূক্ত হয়। বাকি ২৭টি প্রতিষ্ঠানের কেউ তিন বছর বা কেউ পাঁচ বছর পর্যন্ত বন্দোবস্ত নবায়ন না করে অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন। এতে বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিলো সরকার।

এজটিলতা দূর করতে উদ্যোগি হন এসি ল্যান্ড তামান্না ফেরদৌসি। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজস্ব আদায়ে হাটের মাঝে ক্যাম্প কার্যক্রম শুরু করেন এবং প্রত্যেক ব্যবসায়ী বকেয়া পরিশোধ করে ডিসিআর গ্রহন করেন। এদিন ৭০হাজার ১’শ ৪৮ টাকা আদায় করেন। এতে ব্যবসায়ীরা আরও এক বছরের জন্য ইজারাভূক্ত হলেন।

ক্যাম্পকার্যক্রমে অংশ গ্রহন করেন, দোহাকুলা ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা হাসান আলী গাজী, উপসহকারি শাহীন রেজা, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি উজ্জ্বল মন্ডল, সুমন কুমার চৌধুরী, উত্তম কুমার মল্লিক, শিহাব হোসেন প্রমুখ।

এ বিষয়ে এসি ল্যান্ড তামান্না ফেরদৌসি সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা এক বছরের বন্দোবস্ত নিয়ে তিন বা চার বছর অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিলেন। ইজারা ক্যাম্প করে সমস্ত বকেয়া আদায় করেছি। বকেয়া পরিশোধ করায় ব্যবসায়ীদের জরিমানা না করে বা বন্দোবস্ত বাতিল না করে আরও একবছরের জন্য নতুন বন্দোবস্ত দেওয়া হয়েছে।

ডিসেম্বর ১৯: ২০২৩ at :১৯:১০(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়