প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ , ১১:০২ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩ , ১১:০৩ পূর্বাহ্ণ
খসরু চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন সমর্থক এডভোকেট একে আজাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি রাজধানীর উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী। অ্যাড. এ.কে আজাদ মূলত প্রয়াত এমপি অ্যাড.সাহারা পন্থী। ঢাকা ১৮ আসন ১৪ দলীয় জোটের শরিক দল কে ছেড়ে দেওয়ায় নৌকার কোন প্রর্থী না থাকায় তিনি আ.লীগ থেকে নমিনেশন বঞ্চিত সতন্ত্র প্রার্থী খশরু চৌধুরীর কেতলী প্রতিকের নির্বাচনী প্রচার প্রচারনার বিষয়ে কিছু সংখ্যক নেতা কর্মিদের নিয়ে ৩ নং সেক্টরের ২ নং রাস্তার ২৭ নং বাড়ির সামনে কথাবলার সময় হামলার শিকার হন। এ সময় ১ নং ওয়ার্ড যুবলীগ নেতা তামীম ও কবির আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন রাজলক্ষ্মী এলাকায় তার নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে আলাপকালে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা করে। অ্যাড. এ.কে আজাদ মাথায় ও চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।
উত্তরা জোনের ডিসি মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজলক্ষ্মী এলাকার আলাউদ্দিন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটেছে। এক জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এই হামলার কারণে উত্তরায় নির্বাচনী পরিবেশ থমথমে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।