বেনাপোলে ২০ কোটি টাকা মূল্যের ১২ ট্রাক ফেব্রিক্স আটক

আগের সংবাদ

খশরু চৌধুরীর অত্যান্ত আস্থাভাজন সমর্থক এ.কে আজাদের উপর হামলা

পরের সংবাদ

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে

ধাওয়া পাল্টা ধাওয়ায় ঝিনাইদহে আহত ৪, দুটি গাড়ী ভাংচুর

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ , ১২:৪২ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩ , ১২:৪৪ পূর্বাহ্ণ

ঝিনাইদহ সদরের বাসুদেবপুর বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এসময় ভাংচুর করা হয় দুটি প্রাইভটে কার।

তখন আহত হয় উভয়পক্ষের অন্তত ৪ জন। তাদের মধ্যে নাসির মন্ডল নামের নৌকা প্রতিকের এক সমর্থককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলরে সমর্থক সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরণ বাসুদেবপুর বাজারে গাড়ী থেকে নেমে কিছু দুর এগোলে কে বা কারা ইট মেরে তার গাড়ী ভাংচুর করে।

এরই জেরে নৌকা প্রতিকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সেসময় ভাংচুর করা হয় আরো একটি প্রাইভেটকার, আহত হয় ৪ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান সেখান অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়