দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-০৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এস এম ইয়াকুব আলী তার নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার সামনে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ঈগল প্রতীকের আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য অফিস উদ্বোধন করেন তিনি।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় এস.এম ইয়াকুব আলী বলেন, আমাকে ভোট প্রদানের মাধ্যমে আমাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করবেন। এছাড়া আমি মণিরামপুরের অবহেলিত এবং বঞ্চিত মানুষের পাশে থাকতে পারি সেজন্য আমার জন্য মণিরামপুরবাসী দোয়া করবেন। ভয়ভীতির উর্ধ্বে থেকে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি ঈগল প্রতীকে প্রদানের মাধ্যমে আমাকে নির্বাচিত করবেন। আমি যেন একটি সুন্দর সমাজ উপহার দিতে পারি মণিরামপুরবাসীকে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম মজিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা ও ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম.এম ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দীন, যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন প্রমুখ। পরে পৌর শহরে একটি প্রচার মিছিল বের করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।