চৌগাছায় অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগারের উদ্যোগে সুফিয়া খাতুন শিক্ষা বৃত্তি প্রদান

আগের সংবাদ

৫২ বছর পর নিজ গ্রামে হারানো স্মৃতির সন্ধানে

পরের সংবাদ

প্রচার মিছিলে জনতার ঢল

পিতার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন অ্যাড. মনির

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩ , ১১:২০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩ , ১১:২০ অপরাহ্ণ

মার্কা পেয়ে পিতার কবর জিয়ারত করে প্রচারণা শুরু করলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জনতা মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য অ্যাড.মনিরুল ইসলাম মনির। সোমবার সকালে রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট থেকে নির্বাচনে ট্রাক মার্কা পান তিনি।

বিকালে অ্যাড. মনিরুল ইসলাম মনির নিজ গ্রাম ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের পারবারিক কবরস্থানে তার পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর সাবাস চেয়ারম্যান খ্যাত, গণপরিষদ সদস্য, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য মরহুম আলহাজ আবুল ইসলামের কবর জিয়ারত করেন।

বাঁকড়া কওমী মাদ্রাসায় আছরের নামাজ আদায় শেষে বাঁকড়া বাজারে প্রচার মিছিলে অংশ নেন। এসময় শতশত নেতাকর্মী তাদের আবেগ-ভালবাসা দিয়ে তাদের প্রিয় নেতার সান্নিধ্য পেয়ে ট্রাক মার্কার স্লোগানে বাঁকড়া বাজার প্রকম্পিত করে তোলে। মিছিলের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নির্বাচন কমিশন ঘোষনা দিয়েছেন, দ্বাদশ সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশ গ্রহণমূলক। এই নির্বাচনে কেউ কোন প্রার্থীর উপর হস্তক্ষেপ করবে না। ফলে ভোটার নির্বিন্নে ভোট কেন্দ্রে যাবে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। যে কারণে কেউ ভয় পাবেন না। নির্ভয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাবেন। সাধারণ ভোটারদের কাছে ভোট চাইবেন।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি অশোক দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, ঝিকরগাছা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রব, জেলা কৃষকলীগ নেতা আকবর হোসেন জাপানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক বজলুর রহমান,বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সহ-সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দিন খান, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, বাঁকড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার আবু, উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, শাহ আলম মিন্টু, আক্তারুজ্জামান আক্তার, মুনিরুল আলম মিশর, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিমুর হক সালাম ও ইলিয়াস মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক শামসুজ্জোহা লোটাস প্রমুখ।

পরে তিনি হাজিরবাগ, শংকরপুর ও নির্বাসখোলা ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন এবং ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেন।

ডিসেম্বর ১৮:২০২৩ : at, ২৩:১৯(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়