প্রতীক বরাদ্দ চলছে

আগের সংবাদ

এবারের খেলা হবে শুভ শক্তির সাথে অশুভ শক্তির- আশরাফুল আলম লিটন

পরের সংবাদ

পরিবেশবান্ধব ব্যবসায়ী নির্বাচনে উদ্যোক্তাদের সাথে পরামর্শ সভা

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩ , ১০:৪৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩ , ১০:৪৮ অপরাহ্ণ

কোডেক- বিডফরসিজে প্রকেল্পের আওতায় পরিবেশবান্ধব ব্যবসায়ী নির্বাচনের জন্য উদ্যোক্তাদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

কোডেক-বিডফরসিজে প্রকল্পের প্রকল্প ম্যানেজার হাসিবুর রহমানের সভাপতিত্বে সোমবার সকাল ১০ টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরিতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। গ্রীন বিজনেস অফিসার কৃষিবীদ সোহেল রানার সঞ্চালনায় প্রোগ্রাম ডিরেক্টর (কোডেক) অর্চনা পাল, প্রকল্প অফিসার রাসেল আমিন, কোডেক-বিডফরসিজে প্রকল্প ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন সভায় উপস্থিত ছিলেন। মরিংগা, ট্রাইকো- কম্পোষ্ট, হস্ত শিল্প, কেওড়া আচার, মধু ব্যবসা, শুটকি মাছ, বাশ-বেতের পন্য, সূর্যমুখী তৈল ইত্যাদি বিভিন্ন পরিবেশবান্ধব ব্যবসার উপর আলোচনা হয়। এসকল ব্যবসার প্রসার ও প্রচারনার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়েছে।

সর্বশেষে অর্চনা পাল উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ব্যবসার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব ব্যবসার ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষনা করেন।

ডিসেম্বর ১৮:২০২৩ : at, ২২:৪৪(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়