প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ , ১১:৪৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩ , ১১:৪৭ অপরাহ্ণ
তুরাগে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেল থেকে এক আয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় হোষ্টেলেের ছাত্রীরা।
ওই নারীর মানসিক বিকারগস্ত ছিল বলে দাবি করেছে হোস্টেলের শিক্ষার্থীরা।
গত শনিবার সকালে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আব্দুল্লাহপুর-আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার।
আত্নহত্যাকারী নারীর নাম জাহানারা বেগম (৫৫)। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার বামনি গ্রামের ইসমাঈল চৌধুরীর স্ত্রী।
ওই হোস্টেলের একাধিক ছাত্রী জানান, সকালে ফ্যানের হ্যাঙ্গারের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আয়াকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন।
এ বিষয়ে তুরাগ থানার ওসি মোস্তফা আনোয়ার বলেন, ‘খবর পেয়ে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নারী হোস্টেল থেকে আয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডিসেম্বর ১৭:২০২৩ : at, ২৩:৪৭(GMT+06)আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।