যশোরের অভয়নগর উপজেলার পুরাতন বিল্ডিং ভাংতে গিয়ে পিলার ধসে বিল্লাল হোসেন গাজী (৩৫) নামে শ্রমিক মারা গেছে। রবিবার দুপুরে উপজেলার রাজঘাটের (জেজেআেই মিল) বর্তমান আকিজ জুট পার্কে বিল্ডিং ভাংগার সময় এ ঘটনা ঘটে। সে খুলনা জেলার কয়রা উপজেলার নারায়নপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানান গেছে, নিহত বিল্লাল ওই মিলে পুরাতন বিল্ডিং ভাংগা শ্রমিক হিসাবে কাজ করতো। আজ রোববার দুপুর ১ টার সময় মিলের অভ্যন্তরে বিল্ডিং ভাংগার সময় অসাবধানতাবশত একটি পিলার তার গায়ের ওপর পড়ে আহত হয়। সাথে সাথে অন্য শ্রমিকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিল্ডিং ভাংগা কাজের সরদার গোলাম মোস্তফা জানান, বিল্লাল আমার সাথে থেকে বিল্ডিং ভাংগার কাজ করছিল। কাজ করার সময় হঠ্যাৎ বিল্ডিং এর একটি পিলার তার গায়ের ওপর পড়লে সে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিকুল ইসলাম বলেন, জেজেআই মিলের বিল্ডিং ভাংগার সময় এক শ্রমিক মারা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।