ঝিনাইদহের মহেশপুর থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কাজিরবেড় গ্রাম থেকে অবৈধ মাদক ১৩০ বোতল ফেন্সিডিল কেনাবেচার সময় গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত জসিম উদ্দিন (৪৫)। সে মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের মৃত কদম আলীর ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইসতিয়াক হোসাইন জানান, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জনাতে পারে যে, জেলার মহেশপুর থানার কাজিরবেড় গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার ঐ গ্রামে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আনুমানিক রাত দেড়টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ফেন্সিডিলসহ জসিম উদ্দিন (৪৫), গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৩০ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ডসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
তিনি আরো জানন, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।