বীরমুক্তিযোদ্ধা নাজীম উদ্দিনের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

আগের সংবাদ

বাঘারপাড়ার যুবক ঢাকায় পরিবহনের ধাক্কায় নিহত

পরের সংবাদ

ঝিনাইদহে ৪ টি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ২৪ জন

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ , ১০:০৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩ , ১০:০৩ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে ৪টি আসন ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহর করেছেন। দিনের বিভিন্ন সময়ে স্বশরীরে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে হাজির হয়ে তারা তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

রবিবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এস. এম. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ঝিনাইদহ -২ আসন থেকে সতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী যুবলীগ নেতা সতন্ত্র প্রার্থী আনিচুর রহমান টিপু ও জাকের পার্টির বাবুল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানাযায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ জেলার চারটি আসন থেকে মোট ৩৪ জন মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দিয়েছিলেন। এরমধ্যে গত ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর যাচাই-বাছাই শেষ করে ৭ জনের মনোনয়ন বাতিল হয়। বৈধ বলে মনোনিত হন ২৭ জন। এরপর ৩ জন প্রত্যাহার করে নেওয়ায় মোট ২৪ জন প্রার্থী সামনের ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন।

ডিসেম্বর ১৭:২০২৩ : at, ২২:০২(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়