আখেরি মোনাজাতের মধ্যদিয়ে যশোরে শেষ হয়েছে তিনদিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা। মোনাজাতে মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা ইজতেমা ময়দান। এ বছর যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে এ ইজতেমার আয়োজন হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই যশোরসহ আশপাশের জেলার মুসল্লিরা ইজতেমাস্থলে পৌঁছান। রবিবার বেলা ১১টার আগেই ইজতেমা মাঠের মূল মঞ্চ থেকে আশপাশের গোটা এলাকা মানুষে পূর্ণ হয়ে ওঠে।
গত কয়েক বছর ধরেই জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে এ ইজতেমা শেষ হলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।