মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনল যশোরের আইডিয়ানরা

আগের সংবাদ

বেরোবিতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

পরের সংবাদ

বীরমুক্তিযোদ্ধা নাজীম উদ্দিনের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩ , ৮:২৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩ , ৮:৪৪ অপরাহ্ণ

বীরমুক্তিযোদ্ধা নাজীম উদ্দিনের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ ডিসেম্বর বিকালে সলুয়া বাজার স্কুল মাঠে ‘ছোবহান-নেছা-উদ্দিন ফাউন্ডেশনের’ উদ্যোগে ১নং ফুলসারা ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে নাজীম উদ্দিনের স্মরণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে স্মরণ সভা শুরু হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন অর-রশিদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আব্দুল মুজিদ, স্থা্নীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ আলা-হাই তরফদার, শফি মন্ডল,জালাল মন্ডল, সামাদ, আক্তারুজ্জামান ঠান্ডু, নুরুজ্জামান মিলন ও প্রমুখ।

অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন ছোবহান-নেছা-উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মোঃ শরীফ উদ্দিন (বাবু)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়