নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারি এম এম কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭ টায় সরকারি মাইকেল মধুসূদন কলেজে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর কলেজ প্রাঙ্গন থেকে বিজয় র্যালি আসাদ গেইট হয়ে কালেক্টরেট স্কুলের সামনে দিয়ে আর. এন. রোড হয়ে মনিহারের সামনে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উক্ত র্যালিতে অংশগ্রহণ করে সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, উপাধ্যক্ষ ড. আবু বক্কর সিদ্দিকীসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। উক্ত কলেজের বিভিন্ন সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক বৃন্দ, ছাত্রলীগের সদস্যবৃন্দ।
এরপর বিজয় দিবস উপলক্ষে সরকারি মাইকেল মধুসূদন কলেজ প্রাঙ্গনে সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন এবং রেডক্রিসেন্টের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণেয় করা হয়।
এছাড়া সকাল সাড়ে ৯ টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে সরকারি মাইকেল মধুসূদন কলেজের রোভার গ্রুপ যশোর জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে।
সবশেষে ১১ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষক লাউঞ্জে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।