যশোর শিক্ষাবোর্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবসের আলোচনা সভা

আগের সংবাদ

ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

পরের সংবাদ

যশোরে বিজয় স্তম্ভে এমপি নাবিলের শ্রদ্ধাঞ্জলি অর্পন

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩ , ২:৩৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩ , ৩:১২ অপরাহ্ণ

যশোরে ১৬ ডিসেম্বর মহান দিবসে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ এমপি। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের মণিহার অ লে অবস্থিত বিজয় স্তম্ভে তিনি বিশাল নেতাকর্মীদের বহর নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

এ সময় কাজী নাবিল আহমেদের সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, শ্রম সম্পাদক আব্দুস সবুর হেলাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিক বাবু, কৃষি ও সমবায় সম্পাদক আবু সেলিম রানা, উপদেষ্টা আবুল হোসেন খান, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু প্রমুখ।

সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। ছবি: রূপান্তর প্রতিদিন

এরপর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, ছাত্রলীগ নেতা ওসমানুজ্জামান সাকিব, শফিক আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়