প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩ , ২:২৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩ , ৩:১৩ অপরাহ্ণ
যশোর শিক্ষাবোর্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আলোচনা, র্যালি, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথকভাবে এ আয়োজন করে।
যশোর শিক্ষাবোর্ডে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন এম এম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শিক্ষাবোর্ডের সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক ও শিক্ষাবোর্ডের সাবেক সাধারণ কর্মচারি বীর মুক্তিযোদ্ধা সরোওয়ার্দী। শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের প্রফেসর আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ, সহকারি সচিব মুজিবুল হক, কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কলেজের উপাধাক্ষ প্রফেসর ডক্টর আবু বক্কর সিদ্দিকী।
শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুল বারী, প্রফেসর আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক নীতিশ চন্দ্র কর্মকার, সহকারী অধ্যাপক অনুপ কুমার ব্যানার্জি। পরিচালনা করেন প্রভাষক মেহেদী হাসান। আলোচনা শেষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খাইরুজ্জামান শরীফ রয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মিয়া আব্দুর রশিদ, শিক্ষা পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুবুল হক খান, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক নাসিরুল ইসলাম বিশ্বাস। কলেজের অধ্যক্ষ অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মুত্তাসিন বিল্লা মুইন। আলোচনা শেষে কবিতা, আবৃত্তি ও হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজয়ী নয় জন ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।