সাতক্ষীরার শ্যামনগরে কর্মরত গনমাধ্যম কর্মীদের সাথে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এস.এম আতাউল হক দোলন মতিবিনিময় সভা করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১০টা থেকে উপজেলার বঙ্গবন্ধু মার্কেটস্থ তার নির্বাচনী কার্যালয়ের দোতলায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আযম লেনিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ-উজ জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, যুবলীগ নেতা আহসান হোসেন, হারুন-অর রশিদসহ সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামীলীগ প্রার্থী তার নির্বাচনী এলাকার উন্নয়ন চিন্তা ও ভাবনা তুলে ধরেন। একই সাথে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহাজোট দলীয় সাবেক এমপি এইচ এম গোলাম রেজার নির্বাচন আচারণবিধি ভংগের অভিযোগ করেন।
এসময় মত বিনিময় সভায় আওয়ামীলীগ প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক বলেন, তিনি নির্বাচিত হলে সুন্দরবনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি পর্যটন শিল্পের বিকাশে বিশেষ প্রাধান্য দেবেন। এছাড়া ‘মা এর মত সুন্দরবন’ রক্ষায় বিশ্বখ্যাত এ ম্যানগ্রোভ বনাঞ্চলের উপর মানুষের নির্ভরশীলতা কমানোর অংশ হিসেবে বুড়িগোয়ালীনে ঘিরে পৃথক ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তোলা হবে। এছাড়া উপকুলবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে উপকুল রক্ষা বাঁধ ও সুপেয় পানির অভাব পুরণে বিশেষ পরিকল্পনা বাস্তবায়নসহ আভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনার কথা জানান।
উপজেলায় কর্মরত সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সদস্যরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ প্রার্থী কারও দ্বারা প্রভাবিত না হওয়াসহ গঠনমুলক সমালোচনাকে সাধুবাদ জানাবেন উল্লেখ করে বলেন, সরকারি বরাদ্দের সুষম বন্টনের পাশাপাশি সাংবাদিকদের অহেতুক হয়রানী বন্ধে ভূমিকা রাখবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলীয় সকল নেতাকর্মী এখন পর্যন্ত তার সাথে কাজ করছেন দাবি করে তিনি বলেন, তার সংসদীয় আসনের কোন কেন্দ্রকে তিনি ঝুঁকিপূর্ণ মনে করছেন না।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যহতি নিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতিবিনিময় সভা করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।