চৌগাছায় পৌরসভার মেয়র ও কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন নৌকার মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার বিকালে পৌরসভার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌরসভার মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাউন্সিলর আতিয়ার রহমান, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য আক্তারুজ্জামান লেন্টু, সদস্য মহিউদ্দিন মহি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর আনিছুর রহমান, কাউন্সিলর শাহিনুর রহমান, কাউন্সিলর গোলাম মোস্তফা, কাউন্সিলর সিদ্দিকুর রহমান, কাউন্সিলর রুহুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎস্না খাতুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জহুরা খাতুন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোমিনুর রহমান মমিন, আজাদ খান, হারুন অর রশিদ, আসিফ ইকবাল ভুট্টো, চৌগাছা মটরযান শ্রমিক সংস্থার সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, যুবলীগ নেতা টিটো, রয়েল, সাদেকুর রহমান, বিপুল, হাশেম,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান রাথিক, ফিরোজ, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক মিকাইল, আক্তারুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।