অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নে জাপার বর্ধিত সভা অনুষ্ঠিত

আগের সংবাদ

আচরণবিধি লঙ্ঘন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যসহ ৫ জনকে তলব

পরের সংবাদ

যশোরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩ , ১১:২৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩ , ১১:২৭ অপরাহ্ণ

যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গার্ড অব অনার প্রদান করে জেলা ও পুলিশ প্রশাসন। সকাল সাড়ে সাতটা থেকে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ হাজারো মানুষ শংকরপুরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হন এবং শহিদবেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।

এসময় ফুলে ফুলে ভরে যায় বীরনায়কদের স্মৃতিস্তম্ভ ইতিহাসের মহানায়কদের স্মৃতিতে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে সর্বপ্রথম সকাল আটটায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, জেলা প্রশাসনের পক্ষে প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

এরপর একে একে বিনম্র শ্রদ্ধা জানান, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার নূর-আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি শহিদুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর ভয় যশোরের মুজিববাহিনীর উপপ্রধান মুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এর উপাচার্যের পক্ষে ট্রেজার অধ্যাপক ড. আনিসুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আহসান হাবিব, অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের নেতৃত্বে যশোর সরকারি এমএম কলেজ, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা মিলি’র নেতৃত্বে জেলা মহিলা আওয়ামী লীগ, বিএনপির জেলা আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে যশোর জেলা বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর মেডিকেল কলেজ, তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামানের নেতৃত্বে ২৫০ শয্য বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের নেতৃত্বে শিক্ষা অফিস, সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ।

এছাড়াও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা গণপূর্ত অধিদপ্তর, জিলা স্কুল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, এলজিইডি, প্রাণিসম্পদ বিভাগ, যশোর কলেজ, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন, আইডিইবি, বিআরডিবি, জেলা পরিসংখ্যান অফিস, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি-১, সড়ক ও জনপদ বিভাগ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা পানি উন্নয়ন বোর্ড, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট যশোর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমি, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, দৈনিক স্পন্দন, লোকসমাজ, প্রথম আলো বন্ধুসভা, থিয়েটার ক্যানভাস, যবিপ্রবি ছাত্রলীগ, এম এম কলেজ ছাত্রলীগ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা লীগ, জেলা কৃষকলীগ, কাজী নাবিল আহমেদ এমপির পক্ষে নেতৃবৃন্দ, নগর বিএনপি, জেলা মহিলা দল, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, বাসদ মার্কসবাদী, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ যশোর, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ডিসেম্বর ১৪:২০২৩ : at, ২৩:১৬(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়