সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে শাহিন যোগদান করেছেন। বুধবার দুপুরে কালিগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ মামুন রহমান এর নিকট থেকে থানার চার্জ বুঝে নিয়েছেন। এর আগে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন।
থানায় যোগদানের পরে বিকালে গনমাধ্যমকর্মীদের সাথে একান্ত আলাপকালে বলেন, আপনাদের পুলিশি সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় যোগদান করেছি। থানা পুলিশের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কাম্য। থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি জনগনের জানমাল রক্ষায় অগ্রনী ভুমিকা রাখতে চাই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।