সাব্বির, সালমান ও হারুন। তারা সম্পর্কে চাচাতো ও ফুফাতো ভাই। একসঙ্গে থাকেন সৌদি আরব। দীর্ঘদিন পর বাড়িতে আসছেন একসাথে তিন ভাই। তাই তারা সিদ্ধান্ত নেন হেলিকপ্টারে বাড়িতে ফেরার। সৌদি আরব থেকে গতকাল উড়োজাহাজে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তারা।
বুধবার দুপুর দুইটার দিকে তিন ভাইকে বহনকারী হেলিকপ্টারটি ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের মাঠে অবতরণ করে। এ সময় প্রবাসী তিনভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। এ সময় প্রবাসী তিন ভাইয়ের বাবা-মা ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। হেলিকপ্টারে তাদের অবতরণ দেখতে মাঠটিতে শত শত মানুষ ভিড় জমান। প্রবাসী সাব্বির গড়িয়ালা গ্রামের রোস্তম আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, জীবনে কখনো এতো কাছ থেকে হেলিকপ্টার দেখেননি তারা। এলাকার উৎসবের আমেজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর তিনভাই হেলিকপ্টারে এলাকায় আসায় তারা এক নজর দেখতে এসেছেন। অন্যরকম অনুভূতি পেয়েছেন তারা।
সৌদি প্রবাসী সাব্বির হোসেন জানান, তারা তিন ভাই সৌদি প্রবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন অনেক প্রবাসী হেলিকপ্টারে এলাকায় যায়। এজন্য তারাও সিদ্ধান্ত নেন হেলিকপ্টারে
বাড়িতে যাবেন। এর আগে আমাদের এলাকায় কেউ হেলিকপ্টারে কেউ বাড়িতে ফেরেনি।
আরেক প্রবাসী সালমান হোসেন জানান, তিনি ২৪ বছর সৌদি আরবে আছেন। মাঝে মাঝে তারা বাড়িতে আসেন। তবে এবার ভিন্নভাবে আসা হয়েছে। হেলিকপ্টারে বাড়িতে আসায় এলাকায় উৎসব শুরু হয়েছে। দেশে বর্তমানে যানজট একটি সমস্যা। এজন্য ঝামেলা এড়িয়ে যাতে দ্রুত বাড়িতে আসা যায় এজন্য হেলিকপ্টারে বাড়িতে এসেছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।