নড়াইলে গাঁজাসহ মাদক ব্যবসায়ের সাথে জড়িত মেহেদী হাসান শান্ত (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানার শেখহাটি ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসান নড়াইল সদর থানার শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামের মোন্তাজ খাঁর ছেলে। বুধবার সকালে নড়াইল সদর থানার শেখহাটি ইউনিয়নের শেখপাড়া তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এস.আই টিপু সুলতান, এ.এস.আই ওহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মেহেদী হাসান শান্ত (৩৫) কে গ্রেফতার করা হয়। এসময় আটক আসামির কাছ থেকে ৬০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।