মেহেরপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে বায়জিত (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মহিদ আলী, আরিফ হোসেন, মোকাদ্দেস আলী এবং শ্রাবণ নামের ৪ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়কের কায়েম কাটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বায়জিত মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র সে এবারের এস.এস.সি পরীক্ষার্থী।
জানা গেছে, নিহত বায়োজিত তার বন্ধু শ্রাবণ এবং মোকাদ্দেসকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে মেহেরপুর থেকে নিজ গ্রামে যাওয়ার পথে পথিমধ্যে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যায়। এ সময় পাশাপাশি অবস্থান করায় দুটি মোটরসাইকেল ধাক্কা লেগে দুই চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে বায়জিতের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে আহত মোকাদ্দাসের অবস্থার অবনতি ঘটায় তাকে কুষ্টিয়াতে রেফার্ড করা হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কানি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।