প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ , ৭:২৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩ , ৭:২৮ অপরাহ্ণ
খুলনার পাইকগাছার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপে পুড়ে গেছে চেয়ার ও আসামীদের দাড়ানো কাঠগড়া। বুধবার (১৩ ডিসেম্বর)রাতে কে বা কারা পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের জানলার ফাঁক দিয়ে বাইরের গ্লাস ভেঙ জানালার ফাকা দিয়ে পেট্রোল বোমা জাতীয় দাহ্য জাতীয় দ্বারা অগ্নি কান্ড ঘটায়।
এতে এজলাসের ভিতরে থাকা সোফা ও আসামীর কাঠগোড়া পুড়তে থাকে।ঐ অবস্থায় পথচারী ও কোট পুলিশ পুড়া গন্ধ এবং ধোয়া দেখে বিষয় টি জানতে পারেন।পরে কোট স্টাফ দের ডেকে এজলাসের দরজা খুলা পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, ডিবিওসি নাছির উদ্দীন, পাইকগাছা থানা (ওসি) ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় তারা জানান, এজলাস কক্ষের ভাঙা জানালা দিয়ে নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। আদালত প্রাঙ্গণে রাতে ডিউটিরত উপপরিদর্শক (এএসআই) সোহেল ও পুলিশ কনস্টেবল মনিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
ডিসেম্বর ১৩:২০২৩ : at, ১৯:২০(GMT+06)আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।