ঋণ খেলাপীর অভিযোগে যশোর- ৪ আসনের
ঋণ খেলাপীর অভিযোগে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান।
এর আগে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণ খেলাপীর অভিযোগ পাওয়া যায়। যশোরের জনতা ব্যাংক নওয়াপাড়া শাখায় রুম্মন ট্রেডার্সের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ রয়েছে। যার সত্ত্বাধিকারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকার প্রার্থী এনামুল হক বাবুল।
গত ২৬ শে নভেম্বর আওয়ামী লীগের মনোনয় পাওয়ার পর জনতা ব্যাংক পি এল সি নওয়াপাড়া কর্পোরেট শাখার সহকারী ব্যবস্থাপক মো: ইমরান হোসেন শামিম এর সহযোগিতায় ব্যাংকের হেড অফিসে উপমহাব্যবস্থাপক সিআইবি ডিপার্টমেন্ট বরাবর একটি পত্র পাঠান। পত্রের স্মারক নাম্বার এমআইএইচএস/সিআইবি/ রুম্মন ট্রেডার্স / ৪৮৪/২০২৩।
ওই পত্রে ব্যাংকের খেলাপী ঋণগ্রহীতা এনামুল হক বাবুলকে নির্বাচন করবার জন্য সিআইবি ছয় মাসের জন্য স্থগিত আবেদন করা হয়েছে। এর সাথে তার একটি মামলা এফ. টি. এম. এটি নম্বর -৪০৭/২০২৩ উদ্ধৃত সিভিল রুল নং-৮৯৭/(এফএম)/২৩ এর কপি সংযুক্তি দেওয়া হয়েছে।
যশোরের সিনিয়ন নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, ব্যাংকসহ অন্যান্য সংস্থাগুলোকে এসব বিষয়ে সহযোগিতার জন্য ইতিপূর্বেই চিঠি দেয়া হয়েছিলো। সমস্ত যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।
নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে আসনটি থেকে বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়কে এবার মনোনয়ন দেয়া হয়েছিলো না। যদিও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনটি থেকে লড়ছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।