প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ , ১১:৩০ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩ , ১১:৩০ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে জনজীবনে কনকনে শীতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে দিনমজুরদের।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্য উঠা নামা করছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আদ্রতা ছিল ৯১ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাসরিন বলেন, তাপমাত্রা প্রতিদিন উঠা নামা করছে প্রতিদিন। হিমেল বাতাস রয়েছে। কুয়াশা তেমন একটা নেই। বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে।
কনকনে শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন। খেটে খাওয়া ও দিনমজুরদের বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক বাকের জানান, ঠান্ডায় রিকশা চালানো যাচ্ছে না। শীতে মনে হয় হাত-পা জমে যায়। কিছুদিন পর তো আরও বেশি শীত পড়বে তখন যে কিভাবে চালাব ভাবতেছি। শীতে রিকশার যাত্রীও কমে যায়।
দিনমজুর জমির মিয়া বলেন, এত ঠাণ্ডার মধ্যেও বাধ্য হয়ে কাজে যেতে হচ্ছে। সংসার তো চালাতে হবে। কাজ না করলে বউ বাচ্চাকে কি খাওয়াব।
চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক বাকের জানান, ঠান্ডায় রিকশা চালানো যাচ্ছে না। শীতে মনে হয় হাত-পা জমে যায়। কিছুদিন পর তো আরও বেশি শীত পড়বে তখন যে কিভাবে চালাব ভাবতেছি। শীতে রিকশার যাত্রীও কমে যায়।
দিনমজুর জমির মিয়া বলেন, এত ঠাণ্ডার মধ্যেও বাধ্য হয়ে কাজে যেতে হচ্ছে। সংসার তো চালাতে হবে। কাজ না করলে বউ বাচ্চাকে কি খাওয়াব।
ডিসেম্বর ১৩:২০২৩ : at, ১১:২৭(GMT+06)আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।