বিকট শব্দে ছিটকে পড়ে বগি, ছিন্নভিন্ন হয়ে যায় ট্রেনের যাত্রী

আগের সংবাদ

চুয়াডাঙ্গায় কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

পরের সংবাদ

ঢাবি, বিজয় সরণিতে প্রথমবারের মতো থামল মেট্রোরেল, যাত্রীদের উচ্ছ্বাস

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ , ১১:২২ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩ , ১১:৩১ পূর্বাহ্ণ

মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণিতে থামলো ট্রেন। উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী ট্রেনগুলো সকাল থেকে এ দুটি স্টেশনে থামছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের মানুষদের জন্য যোগাযোগের নতুন এক দ্বার উন্মোচন হয়েছে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আজ বুধবার (১৩ ডিসেম্বর) স্টেশন দুটি জনসাধারণের জন্য চালু করা হয়েছে।

এরপর সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা ট্রেনটি টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ অনেক বেশি। এই স্টেশন খুলে দেয়ার পর থেকেই ঢাবি, ঢাকা মেডিকেল, বুয়েটসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই এই স্টেশনের সুফল ভোগ করছেন।

এই স্টেশন যারা ব্যবহার করেছেন বিশেষ করে শিক্ষার্থীরা, তারা আবেগ আর উচ্ছ্বাসে ভেসেছেন। তারা বলছেন, পড়াশোনা নিয়ে সবসময় মানসিক চাপে থাকেন তারা, এর সাথে ছিল সময়মতো ক্লাসে পৌঁছানো। এখন থেকে আগের মতো আর তাদের মানসিক চাপ নিতে হবে না। পরীক্ষা বা ক্লাস আর মিস হবে না, সময়মতো পৌঁছে যেতে পারবেন।
তারা সবাই বলছেন, ২৫ মিনিটে উত্তরা থেকে ঢাবিতে পৌঁছানো অনেকটা স্বপ্নের মতো ছিল। যেটি এখন বাস্তবে রূপ নিয়েছে।
একইদিন বিজয় সরণি স্টেশন খুলে দেয়ায় মোহাম্মদপুরবাসী প্রবেশ করেন মেট্রোরেলের নেটওয়ার্কে।
 
এরপর মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ানবাজার, শাহবাগ ও কমলাপুর স্টেশন। এক্ষেত্রে শাহবাগ একটু এগিয়ে থাকলেও সিঁড়ি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় কিছুটা পিছিয়ে আছে কারওয়ানবাজার। কর্তৃপক্ষ বলছে, এই মাসের শেষের দিকে দুইটি স্টেশনই একসঙ্গে চালুর পরিকল্পনা তাদের। আর তখন থেকেই উত্তরা থেকে মতিঝিল মেট্রো চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা।

ডিসেম্বর ১৩:২০২৩ : at, ১১:১৭(GMT+06)আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়