বি.এন.পি.সহ সমমনা রাজনৈতিক দলগুলোর ১১তম দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ দ্বিতীয় দিন বুধবার ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এক যাত্রী বলেন, দুর্ঘটনার সময় আমরা ঘুমিয়ে ছিলাম। ঘুমের মধ্যেই বিকট আওয়াজ শুনতে পাই। চোখ মেলার পর সিটের ওপরই একটা ঝাঁকি খাই। আমার মাথা গিয়ে ওপরে লাগে। আবার নিচে পড়ি। তখন ট্রেনের সিট জড়িয়ে ধরি।তিনি বলেন, এমন বিকট আওয়াজ হয়েছে যে আমরা বুঝতে পারছিলাম সামনে অথবা পেছনে বগি লাইনচ্যুত হচ্ছে। অনেকক্ষণ পরে ট্রেনটি দাঁড়িয়ে যায়। সাথে সাথে নামার চেষ্টা করি। কিন্তু জানালা শক্তভাবে আটকে যাওয়ার কারণে বের হতে পারছিলাম না। খুব চেষ্টা করার পর বের হই। সবার আগে আমি জানালা দিয়ে বের হই। পরে ১৫-২০ জনকে জানালে দিয়ে বের করি।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন। এর কিছুদূর যাওয়ার পরপরই বিকট শব্দে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে দু’একটি বগি ধানক্ষেতে ছিটকে পড়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।