চৌগাছায় ২০ ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটা ও সোমবার রাত আটটায় উপজেলার দুটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি দ্রুত গতির ট্রাক। এতে মোটরসাইকেলের দুই আরোহী আয়ুব আলী (৫৫) এবং নুর ইসলাম (৪১) ঘটনাস্থলেই মারা যান। মৃত আয়ুব আলী উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী এবং নুর ইসলাম একই ইউনিয়নের মালিগাতি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা আরও জানায়, উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি থেকে মোটরসাইকেলে পাশর্^বর্তী ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে পৌছালে ঝিকরগাছার দিক থেকে চৌগাছার দিকে যাওয়া একটি দ্রুত গতির ট্রাক (যার নম্বর সাতক্ষীরা ট-১১-০৩৫৮) তাদেরকে চাপা দিয়ে দ্রুত চৌগাছার দিকে পালাতে থাকে। এতে মোটরসাইকেলের দুই আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। উভয়ের মাথা ট্রাকের চাপায় পিষ্ট হয়। কিছুদুর যেয়ে ট্রাক চালক ট্রাকটি রাস্তায় রেখে পালিয়ে যায়। পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ দুটি ও ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।
এরআগে গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা কবরস্থান নামক স্থানে একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি অজ্ঞাত ট্রাক্টর। এতে শাওন হোসেন (২২) নামে এক কলেজ শিক্ষার্থী মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়। শাওন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা-বাথানগাছি গ্রামের মাসুদ হোসেনের ছেলে এবং অনার্সের শিক্ষার্থী। চৌগাছা থেকে মহেশপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।